ইরানে ইসরায়েলের সামরিক হামলাকে ‘অবৈধ এবং সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু-তে প্রকাশিত এক উপ-সম্পাদকীয়তে তিনি ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
লেখায় তিনি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন। একইসঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতাকে ‘নীতি বিরুদ্ধ’ ও ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দেন।
সোনিয়া গান্ধী বলেন, “মোদি সরকারের উচিত মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষার জন্য সরব হওয়া।” তিনি জানান, ইসরায়েলের এই হামলা ইরানের সার্বভৌমত্বে আঘাত, যা বেআইনি, একপাক্ষিক এবং আঞ্চলিক শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র।
তিনি আরও উল্লেখ করেন, মার্কিন গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ড ইতিমধ্যেই বলেছেন যে, ২০০৩ সালের পর ইরান কোনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনি তা অনুমোদনও দেননি। এর পরও ইরানে কেন হামলা, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
শুধু তাই নয়, ইসরায়েলের গাজায় ‘গণহত্যার’ অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেসের এই শীর্ষ নেত্রী। তিনি বলেন, “ইসরায়েল লাগাতার যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ।”
সোনিয়া গান্ধী তার লেখায় ইরানের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “ইরান শুধু আমাদের কূটনৈতিক বন্ধু নয়, আমাদের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্কও রয়েছে। এমনকি কাশ্মীর ইস্যুতে একাধিকবার জাতিসংঘে ভারতের পাশে দাঁড়িয়েছে ইরান।”
সোনিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই সংকটে কংগ্রেস ইরানের পাশে আছে। একই সঙ্গে তিনি ভারতের বর্তমান সরকারকে পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।