চাঁপাইনবাবগঞ্জের সাতরশিয়া গ্রামে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গনেশ। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ছাগল ধাওয়া করতে গিয়ে তিনি ও আরও একজন বিএসএফ সদস্য জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। এসময় তারা এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হয়ে শ্রী গনেশকে ধরে ফেলেন এবং তাকে একটি কলাগাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়। অপর বিএসএফ সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে ভারতে ফিরে যান।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, এ ধরনের ঘটনা সীমান্তবর্তী সাতরশিয়া গ্রামে নতুন নয়। মাঝে মধ্যেই পশু তাড়াতে এসে বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানা লঙ্ঘন করেন।
আটক বিএসএফ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।