বাগেরহাটের শরণখোলায় পথ হারিয়ে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন বকুলতলা গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বাড়ির পাশে হরিণটিকে দেখতে পান কয়েকজন যুবক। পরে তারা হরিণটি ধরে বন বিভাগের উদ্ধারকারী দল ‘ওয়াইল্ড টিম’-কে খবর দেন।
ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসি। এরপর বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।”
উদ্ধার করা চিত্রা হরিণটির ওজন ছিল প্রায় ৩০ কেজি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, “পথ ভুলে লোকালয়ে চলে আসা হরিণটিকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে সফলভাবে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।”