Ridge Bangla

রুকাইয়া জাহান চমক আবারো চমকে দিলেন!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তবে এবার কোনো নাটকের চরিত্রে নয়, বরং বাস্তব জীবনের রোমান্সে! স্বামী আজমান নাসিরকে সঙ্গে নিয়ে আন্দামানের নীল সমুদ্রের তীরে দেখা গেছে এই তারকা দম্পতিকে, যেখানে রোমান্সে ভেসে যাচ্ছেন দুজন।

ভাইরাল হওয়া ছবিতে চমককে দেখা গেছে ওয়েস্টার্ন পোশাকে, হাতে রোদচশমা আর মুখে মিষ্টি হাসি। আর সেই হাসির মাঝে স্বামীর গালে এক চুমুমুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে ছবিটি।

ছবির ক্যাপশনে চমক লিখেছেন:
সে এখন আগের মতো শুধু একজন মানুষ না, তাকে এখন আমি রাজা হিসেবে গড়ে তুলেছি। আমার প্রিয়, তোমার সঙ্গে অসংখ্য সূর্যাস্ত দেখব, পাশাপাশি একসঙ্গে থাকব, একসঙ্গে নিশ্বাস নেব।

এই পোস্টে ভক্তরা আবেগে আপ্লুত। কমেন্ট বক্সে চলছে শুভকামনা, ভালোবাসা আর প্রশংসার ঢল।

উল্লেখ্য, এর আগে মাত্র টাকা কাবিন ৯০০ টাকার শাড়িতে বিয়ে করে সংবাদ শিরোনামে এসেছিলেন চমক। তখনকারভাইরাল হাজব্যান্ডনাটকের নায়িকা এবার নিজেই হয়ে উঠেছেনভাইরাল ওয়াইফ

২০১৭ সালেরমিস ওয়ার্ল্ড বাংলাদেশপ্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন রুকাইয়া জাহান চমক। এরপরহায়দার’, ‘মহানগর’, ‘ভাইরাল হাজব্যান্ডসহ একাধিক নাটকে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেন। বাস্তব জীবনেও এবার প্রমাণ করছেনতিনি কেবল অভিনয়ের পর্দায় নয়, ভালোবাসার গল্পেও একেবারে রোমান্টিক হিরোইন।

আরো পড়ুন