ভারতের জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম উইঙ্ক মিউজিক, জিওসাওয়ান এবং স্পটিফাই–তে সম্প্রতি বলিউড সিনেমার কিছু গানের থাম্বনেইল থেকে পাকিস্তানি তারকাদের ছবি সরিয়ে ফেলার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
‘রইস’, ‘কাপুর অ্যান্ড সন্স’ ও ‘সনম তেরি কসম’—এই তিনটি ছবির গানের থাম্বনেইলে আগে যেখানে মাহিরা খান, ফাওয়াদ খান ও মাওরা হোসেনের ছবি দেখা যেত, এখন সেখানে শুধু ভারতীয় অভিনয়শিল্পীদের রাখা হয়েছে। ব্যবহারকারীরা প্রথম এই পরিবর্তন লক্ষ্য করেন গান স্ট্রিমিং অ্যাপগুলোতে।
২০১৭ সালে মুক্তি পাওয়া ‘রইস’ সিনেমার জনপ্রিয় গান ‘জালিমা’-তে আগে শাহরুখ খানের সঙ্গে মাহিরা খানকেও দেখা যেত। কিন্তু এখন সেই থাম্বনেইলে কেবল শাহরুখ খানকেই রাখা হয়েছে। একইভাবে, ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির গানে ফাওয়াদ খানের ছবি বাদ দিয়ে রাখা হয়েছে শুধু আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার ছবি। ‘সনম তেরি কসম’ ছবির গানে মাওরা হোসেনের পরিবর্তে এখন শুধুমাত্র হর্ষবর্ধন রানেকে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালে ভারতের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটে। সেই সময় থেকেই বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে বিতর্ক শুরু হয়। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সেই বিতর্ক আবারও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক চাপ, দর্শকের প্রতিক্রিয়া কিংবা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর নিজস্ব নীতিমালার ভূমিকা থাকতে পারে। কেউ কেউ একে ‘সাংস্কৃতিক মুছে ফেলা’ বললেও, অনেকে আবার বলছেন, গানের চিত্র নয়—গানের মানই আসল।
তবে এখনো পর্যন্ত কোনো প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা স্ট্রিমিং অ্যাপ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।