Ridge Bangla

আজ থেকে এনবিআর কর্মকর্তাদের তিন দিনের কলমবিরতি শুরু

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি পৃথক সংস্থা গঠনের উদ্দেশ্যে সরকারের জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ বুধবার (১৪ মে) থেকে তিন দিনের কলমবিরতিতে যাচ্ছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

মঙ্গলবার এনবিআর ভবনের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী:

  • ১৪ মে: সকাল ১০টা থেকে দুপুর ১টা

  • ১৫ মে: সকাল ১০টা থেকে বিকেল ৩টা

  • ১৭ মে: সকাল ১০টা থেকে বিকেল ৩টা

এই সময়সূচিতে সব স্তরের কর্মকর্তা-কর্মচারী কলমবিরতিতে থাকবেন।

তবে কলমবিরতির মধ্যেও আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং আসন্ন বাজেট সংশ্লিষ্ট জরুরি কাজ চলমান থাকবে। অন্যান্য সকল কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু বলেন, “সংস্কারের জন্য গঠিত কমিটির প্রতিবেদন গোপন রাখা হয়েছে এবং স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়াই অধ্যাদেশ জারি করা হয়েছে। আমরা চাই, দেশের রাজস্ব ব্যবস্থার উন্নয়নে সকল পক্ষের মতামতের ভিত্তিতে যৌক্তিক ও জনমুখী পদক্ষেপ নেওয়া হোক।”

১৭ মে বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

আরো পড়ুন