চলচ্চিত্র ‘তাণ্ডব’-এর প্রথম গান ‘লিচু বাগানে’ সোমবার সন্ধ্যায় অনলাইনে মুক্তি পেয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বানু। রঙিন সেট, ছন্দময় সুর আর প্রাণবন্ত কোরিওগ্রাফিতে সজ্জিত গানটি দর্শকদের প্রশংসা কুড়ালেও অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী সাবিলা নূরের রসায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
সেই বিতর্কে এবার মুখ খুললেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। মঙ্গলবার (৩ মে) নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, “শাকিব খানের কি নায়িকার অভাব পড়ছিল?” এই মন্তব্যে বোঝা যায়, তিনি সাবিলা নূরের বড় পর্দায় উপস্থাপন নিয়ে সন্তুষ্ট নন।
নায়লা আরও লিখেছেন, “গান ও সেট ছিল চমৎকার, কিন্তু নায়িকার উপস্থিতি পুরো গানটির আবেদন নষ্ট করে দিয়েছে। তিনি ভালো অভিনয় করেন, তবে নাটকের জন্য উপযুক্ত — সিনেমার পর্দার জন্য নয়।”
অন্যদিকে, শাকিব খান ও রাফী জুটির নতুন ছবি ‘তাণ্ডব’কে বলা হচ্ছে একটি রহস্যময় অ্যাকশনধর্মী সিনেমা। এতে শাকিবের চরিত্রে থাকবে একাধিক রূপের বৈচিত্র্য, যা তাকে আরও জটিল ও আকর্ষণীয় করে তুলবে বলে জানিয়েছে নির্মাতারা।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসভিএফ ও বাংলাদেশের আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। কোরবানি ঈদকে সামনে রেখে মুক্তির পরিকল্পনা রয়েছে এই আলোচিত ছবির।