Ridge Bangla

প্রিন্স মামুনকে ঘিরে বিস্ফোরক অভিযোগ, মুখ খুললেন লায়লা আখতার

টিকটক কনটেন্ট ক্রিয়েটর লায়লা আখতার ফের কন্টেন্ট নির্মাতা প্রিন্স মামুনকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, মামুন একজন মাদকাসক্ত এবং একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত। মাদকের প্রভাবে বারবার তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন লায়লা।

তিনি জানান, “আমি তাকে বলতাম যেন নেশা না করে, মদ না খায় এবং মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্ক না রাখে। এই কারণেই সে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছে।”

লায়লার দাবি, ২০২৩ সালে মামুনের পক্ষ থেকে তার ওপর হামলা চালানো হয়, যার উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “মামুন আমার পেটে লাথি মেরে আমার গর্ভের সন্তান নষ্ট করেছে। এরপরও আমি কোনো মামলা করিনি।”

তিনি আরও অভিযোগ করেন, মামুন তার কাছ থেকে টাকা নিয়েছেন, বাড়ি ও গাড়ির দাবি করেছেন এবং এমনকি তার সন্তানদের সম্পত্তিতেও লোভ দেখিয়েছেন।

লায়লা বলেন, “মাত্র পঞ্চম শ্রেণি পাস একজন মানুষ এখন অর্থ-বিত্তের লোভে সম্পর্ক ত্যাগ করেছে। আমি তাকে অন্ধভাবে ভালোবেসেছি, বিশ্বাস করেছি। আল্লাহ জানেন, আমি তাকে কতটা ভালোবেসেছি। যখন তার কিছুই ছিল না, তখন পাশে থেকেছি। কিন্তু এখন সব পেয়ে সে বদলে গেছে।”

এই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রিন্স মামুন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেননি।

আরো পড়ুন