Ridge Bangla

আ. লীগ নিষিদ্ধের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মিছিল বের করে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, “যারা আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধেও সংগ্রাম চালিয়ে যাব।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “৫ আগস্ট এই দেশের ছাত্র-জনতা রায় দিয়েছে, আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। তারা ফিরবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য, রাজনীতি করার জন্য নয়।”

প্রায় ৩০ মিনিট অবরোধ চলার পর রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন, ফলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, একই রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে রাত ১০টা থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেয় একদল নেতাকর্মী।

আরো পড়ুন