Ridge Bangla

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর বহু প্রতীক্ষিত রেল ও সড়ক সংযুক্ত নতুন কালুরঘাট সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “কালুরঘাট সেতু আমার স্মৃতির অংশ। এর ঐতিহাসিক গুরুত্ব অনেক। নতুন সেতু নির্মাণ হলে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।”

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, ১৯৩১ সালে নির্মিত বর্তমান সেতুটি মেয়াদোত্তীর্ণ এবং ঝুঁকিপূর্ণ। নতুন সেতুর নির্মাণকাজ ২০২৯ সালের মধ্যে শেষ করে ২০৩০ সালে চালুর পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে অগ্রগতি দেখে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ দেখা দিয়েছে।

এর আগে সকাল সোয়া ৯টায় অধ্যাপক ইউনূস সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে পৌঁছান। দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেন।

আরো পড়ুন