Ridge Bangla

ঢাবিতে ভর্তির বিড়ম্বনা এড়াতে ভিন্নধর্মী উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ মে) ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগ, ইনস্টিটিউট ও হলের জামানতসহ বিভিন্ন ফি প্রদানে যাতে শিক্ষার্থীরা আর বিড়ম্বনার শিকার না হন, সে জন্য নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা এসব ফি অনলাইনের মাধ্যমে কিংবা সরাসরি নিজ নিজ বিভাগ, ইনস্টিটিউট বা হল অফিসে জমা দিতে পারবেন। ফলে আগের মতো ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার ঝামেলা পোহাতে হবে না।

এই সিদ্ধান্তটি গত ২৫ ফেব্রুয়ারি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি ফি সংক্রান্ত এক সভার সুপারিশের ভিত্তিতে গৃহীত হয়। এটি ঢাবিতে এই প্রথমবারের মতো এমন একটি পদক্ষেপ, যা শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট ও হলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন