ঈদে ঘরভরা আনন্দের পাশাপাশি দর্শকদের জন্য টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করে বিশেষ অনুষ্ঠানমালার। সেই ধারাবাহিকতায় ঈদুল আজহায় আরটিভি আয়োজন করেছে আট দিনব্যাপী বিনোদন অনুষ্ঠান। এর অংশ হিসেবে চাঁদরাতের রাত ৮টায় প্রচারিত হবে একক নাটক ‘সুন্দরী বধু’, পরিচালনায় সোহেল।
নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
গল্পে দেখা যাবে, নয়ন নামের এক যুবক ভালোবাসে তুলিকে, কিন্তু তুলি তাকে গুরুত্ব দেয় না। বিয়ের দিন নয়ন আচমকা তুলিকে ডেকে নেয় এবং একটি কার্ডের লাইন বোঝানোর অজুহাতে তার নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ নামক মাদক প্রয়োগ করে।
মাদকাসক্ত অবস্থায় তুলি নয়নের কথায় নিজের বাবা-মাকে জানায়, সে নয়ন ছাড়া কাউকে বিয়ে করবে না এবং বাধা দিলে আত্মহত্যা করবে। বাধ্য হয়ে তার বাবা-মা রাজি হন বিয়েতে।
বিয়ের পর বাসর ঘরে এসে তুলি বুঝতে পারে, সে প্রতারণার শিকার হয়েছে। নয়ন চায় না তুলি তাকে ছেড়ে যাক বা তালাক দিক। তাই তুলি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে—সে নয়নের জীবন এতটাই দুর্বিষহ করে তুলবে যাতে নয়ন নিজেই তাকে ফিরিয়ে দেয়।
ঈদের রাত ১১টা ৩০ মিনিটে আরটিভিতে আরও প্রচার হবে নাটক ‘নিউলি ম্যারিড’, পরিচালনায় মেহেদী হাসান হৃদয়, অভিনয়ে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।