দেশের ফুটবলে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। দীর্ঘ ৫৫ মাস পর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। আর সেই প্রত্যাবর্তনে উচ্ছ্বাস ছড়িয়েছে নতুন বাংলাদেশ দল ও অভিষিক্ত ইংলিশ লিগের তারকা হামজা চৌধুরীর দুর্দান্ত পারফরম্যান্স।
ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেন হামজা চৌধুরী। ম্যাচের মাত্র ৬ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার কিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। এরপর সোহেল রানার পায়ের আরেকটি গোল মিলিয়ে ভুটানকে ২-০ ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
দলে আরও আলো ছড়ান ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল, যিনি এদিন প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন। মাঝমাঠে জামাল-হামজার রসায়নে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনাতেই যেন পূর্ণতা পেয়েছে দর্শকদের প্রত্যাশা।
রাইট উইং থেকে একের পর এক আক্রমণ করে শুরুতেই চাপ তৈরি করে বাংলাদেশ। শুরুতেই গোল পাওয়ার পর ম্যাচে আধিপত্য বিস্তার করে লাল-সবুজরা।
ম্যাচে অভিষেক হয়েছে আরও এক ফরোয়ার্ড আল আমিনেরও। ঘরোয়া ফুটবলে ভালো খেলার পুরস্কার হিসেবে ভুটান ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। কোচ ক্যাবরেরা ম্যাচে ৬টি পরিবর্তন করেন, যদিও সাধারণত ফিফা প্রীতি ম্যাচে ৫ বদলের নিয়ম থাকে। সিঙ্গাপুর ম্যাচের আগে খেলোয়াড়দের যাচাই করতেই এই রদবদল বলে জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে ভুটানের জাপানি কোচ হামজা চৌধুরীর প্রশংসায় ভাসিয়ে বলেন, “হামজাই পার্থক্য গড়ে দিয়েছে। শুধু গোল নয়, যতক্ষণ মাঠে ছিল, বাংলাদেশ ইতিবাচক প্রভাব পেয়েছে। তার পায়ে বল থাকা মানেই নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না।”
বাংলাদেশ দলের সামনে এবার চ্যালেঞ্জ সিঙ্গাপুর। আগামী ১০ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত সেই ম্যাচ। শেষ ছয় ম্যাচে জয় না পাওয়া সিঙ্গাপুরকে হারিয়ে এগিয়ে যেতে চায় হ্যাভিয়ের কাবরেরার নতুন বাংলাদেশ।