চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে আজ বুধবার (১৪ মে) অংশ নিচ্ছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। এ উপলক্ষে তিনি চবি ক্যাম্পাসে উপস্থিত থাকবেন এবং সমাবর্তন ভাষণ প্রদান করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট (D.Litt.) ডিগ্রি প্রদান করবে।
এবারের সমাবর্তনে মোট ২২,৫৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে ৪২ জন পিএইচডি এবং ৩৩ জন এমফিল ডিগ্রিধারী রয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাবর্তনের প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে আয় হয়েছে প্রায় ৬ কোটি টাকা।
সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন—
- শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল ইসলাম
- মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)
- বিদ্যুৎ ও খনিজ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূর জাহান বেগম
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এস. এম. এ. ফায়েজ
ড. ইউনুসের এই সম্মাননা প্রদানকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা তাঁর উপস্থিতিকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখছেন।