রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে পশ্চিমা বিশ্বের ১২ দেশ। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের ব্যাপক অনুপ্রবেশের আট বছর পূর্তিতে তারা যৌথ বিবৃতি দিয়েছে।
যে দেশগুলো এ প্রতিশ্রুতি জানিয়েছে সেগুলো হলো— যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড। ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস রবিবার (২৪ আগস্ট) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে যৌথ বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, আট বছর আগে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পগুলোতে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। পশ্চিমা দেশগুলো রোহিঙ্গাদের সহনশীলতার প্রশংসা করে এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি দীর্ঘদিন ধরে আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানায়।
তারা স্পষ্ট করে জানায়, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনই একমাত্র সমাধান। কিন্তু মিয়ানমারে এখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি যাতে তারা ফিরতে পারে। এজন্য সহিংসতা বন্ধ, বাস্তুচ্যুতির মূল কারণের সমাধান ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হয়।
এদিকে যুক্তরাষ্ট্র পৃথক এক বিবৃতিতে জানায়, ২০১৭ সালের পর একাধিক প্রত্যাবাসন উদ্যোগ ব্যর্থ হয়েছে। রাখাইনে আরাকান আর্মির প্রভাবও নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।