গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৫ আগস্ট দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর পিজি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন আছেন তিনি।
গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। দেশের ইতিহাসে এ প্রথমবার কোনো সাবেক প্রধান বিচারপতিকে হত্যা মামলায় গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানো হয়।
এ বি এম খায়রুল হক দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি ছিলেন। দায়িত্বকালীন সময়ে বেশ কিছু বিতর্কিত রায়, বিশেষ করে সাংবিধানিক সংশোধনী নিয়ে তার অবস্থান রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচিত হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে, যা বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল।
আইনজীবী মহল বলছে, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার দেশীয় বিচারব্যবস্থার ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও নিকটজনরা।