রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক আমিনুল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সুব্রত বাইনের পাশাপাশি মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং এস এম শরীফের নাম রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) আদালত মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে, গত ২৮ মে আদালত সুব্রত বাইনকে আট দিনের এবং অন্য তিন আসামিকে ছয় দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। ২৭ মে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানী থেকে শুটার আরাফাত ও শরীফকে আটক করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ ২৩ জনকে দেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে। সে সময় সুব্রত বাইন খুন, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক জনমনে আতঙ্ক ছড়ান এবং পরে ভারতে পালিয়ে যান। তবে গত বছরের ৫ আগস্ট দেশে ফিরে তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
এ ছাড়া, যুবদল কর্মী আরিফ সিকদার হত্যা মামলায় গত ৯ জুলাই সুব্রত বাইনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।