Ridge Bangla

পদ্মা সেতু নির্মাণে মোবাইল রিচার্জের টাকা কাটা বন্ধে হাইকোর্টে রিট

দেশের মোবাইল ব্যবহারকারীদের কাছ থেকে মোবাইল রিচার্জের ওপর নেওয়া পদ্মা সেতু সারচার্জ বন্ধে হাইকোর্টে রিট দায়ের করেছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)। রিটে বলা হয়েছে, সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন হলেও এখনো মোবাইল রিচার্জের টাকা থেকে এক শতাংশ হারে এই সারচার্জ কেটে নেওয়া হচ্ছে, যা অযৌক্তিক এবং ভোক্তা অধিকার লঙ্ঘন।

বৃহস্পতিবার (১০ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চে (এনেক্স-২৪) রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন। রিটের বাদী সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ।

রিটকারীর পক্ষে আইনজীবী এ কে এম আজাদ জানান, আগামী সপ্তাহে রিটের শুনানি হতে পারে। তিনি আরও বলেন, “২০১৬ সালের মার্চ থেকে প্রতিটি মোবাইল রিচার্জের ১ শতাংশ হারে পদ্মা সেতু সারচার্জ হিসেবে টাকা কাটা হচ্ছে। এই প্রক্রিয়ায় সরকার ইতোমধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে।”

বর্তমানে দেশের চারটি মোবাইল অপারেটরের প্রায় ১৯ কোটি গ্রাহক প্রতিদিন ভয়েস কল, ইন্টারনেটসহ নানা সেবা নিতে মোবাইল রিচার্জ করেন। ভোক্তাদের অভিযোগ, সেতু উদ্বোধনের তিন বছর পরও রিচার্জ থেকে সারচার্জ কাটা অযৌক্তিক এবং অবিলম্বে তা বন্ধ করা উচিত।

আরো পড়ুন