বিচার বিভাগে অনিয়মের দায়ে বিকাশ কুমার সাহাসহ ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিজীবনের ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে। অবসরে যাওয়া এই বিচারকরা বিধি মোতাবেক সব অবসরজনিত সুবিধা পাবেন।
আইন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিচার বিভাগের শৃঙ্খলা ও মানোন্নয়নের অংশ হিসেবে বিচারকদের কাজ নিয়মিত মূল্যায়ন করা হচ্ছিল। এ প্রক্রিয়ায় যাদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকার বলছে, জনস্বার্থে এবং বিচার বিভাগের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও বিচার বিভাগের মান রক্ষায় এমন নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।