Ridge Bangla

অনিয়মের দায়ে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার

বিচার বিভাগে অনিয়মের দায়ে বিকাশ কুমার সাহাসহ ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিজীবনের ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে। অবসরে যাওয়া এই বিচারকরা বিধি মোতাবেক সব অবসরজনিত সুবিধা পাবেন।

আইন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিচার বিভাগের শৃঙ্খলা ও মানোন্নয়নের অংশ হিসেবে বিচারকদের কাজ নিয়মিত মূল্যায়ন করা হচ্ছিল। এ প্রক্রিয়ায় যাদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকার বলছে, জনস্বার্থে এবং বিচার বিভাগের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও বিচার বিভাগের মান রক্ষায় এমন নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন