Ridge Bangla

আসন্ন জাতীয় নির্বাচনের আগে একযোগে ইসির ৫১ কর্মকর্তার বদলি

আগামী ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন পুনর্গঠনে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনের বদলি আদেশ সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২৩ জুলাই থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে বর্তমান পদ থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।

জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন ইতোমধ্যে মাঠ প্রশাসনকে পুনর্বিন্যাসে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই একযোগে বড় পরিসরের বদলি করা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন