Ridge Bangla

২৫ থানায় ন্যূনতম ভোটার না থাকায় নিবন্ধনে বাদ পড়লো এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাইয়ে বাদ পড়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের ২৫টি উপজেলা ও থানায় ন্যূনতম ২০০ জন ভোটার সদস্য না থাকায় দলটি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি বলে জানায় ইসি। শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানা গেছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পাঠানো একটি চিঠিতে কমিশন জানিয়েছে, দলের জমাকৃত কাগজপত্রে একাধিক ঘাটতি রয়েছে। চিঠিতে বলা হয়, দলের সকল জেলা ও উপজেলা কার্যালয়ের ঠিকানাসহ পূর্ণ তালিকা দাখিল করা হয়নি। এমনকি ঢাকা ও সিলেট জেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রে দলের নাম অন্তর্ভুক্ত নেই। এছাড়া কিশোরগঞ্জের ইটনা ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দাফতরিক দলিলেও দলের নাম ও ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ নেই।

ইসির পক্ষ থেকে আরও জানানো হয়, আবেদনপত্রে দলের তহবিলের পরিমাণ ও উৎস সংক্রান্ত বিবরণ অনুপস্থিত, গঠনতন্ত্রে জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য কেন্দ্রীয় সংসদীয় বোর্ড গঠনের বিধানও নেই। এছাড়া কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তপত্রের শেষ পৃষ্ঠায় স্বাক্ষরের অভাব এবং ১৯৭২ সালের কোলাবোরেটর অর্ডার বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিত সদস্য না থাকার সনদও অনুপস্থিত।

সবচেয়ে বড় ঘাটতি হিসেবে দেখা হচ্ছে দেশের ২৫টি থানায় ন্যূনতম ভোটার সদস্য না পাওয়া— যা নিবন্ধনের একটি মৌলিক শর্ত।

ইসি বলেছে, ৩ আগস্টের মধ্যে এসব ঘাটতি পূরণ করে সঠিক ও বৈধ কাগজপত্র জমা দিতে হবে এনসিপিকে, অন্যথায় নিবন্ধন প্রক্রিয়া বাতিল হতে পারে। বিষয়টি দলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন