Ridge Bangla

সুন্দরবন রক্ষায় সমন্বিত অভিযানের আহ্বান পরিবেশ উপদেষ্টার

সুন্দরবনকে সব ধরনের অপরাধমুক্ত রাখতে সমন্বিতভাবে অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৯ জুলাই) ‘সুন্দরবন ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক অনলাইন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সভায় রিজওয়ানা হাসান বলেন, বন বিভাগ, নৌবাহিনী, র্যাব, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ এবং স্থানীয় কমিউনিটি পেট্রোল গ্রুপের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে সুন্দরবনকে অপরাধমুক্ত রাখতে হবে।

তিনি সুন্দরবন ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন, যেমন—বনদস্যুতা, হরিণ শিকার, প্লাস্টিক দূষণ, অগ্নিকাণ্ড, বিষ দিয়ে মাছ ধরা, অবৈধ প্রবেশ ও যান চলাচল। এসব সমস্যা মোকাবেলায় একটি সমন্বিত ও বাস্তবভিত্তিক পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রিজওয়ানা হাসান বলেন, “সুন্দরবন শুধু একটি বনভূমি নয়, এটি আমাদের জীবনের অংশ। এর টিকে থাকা মানেই দেশের পরিবেশ, জীববৈচিত্র্য ও উপকূলীয় মানুষের জীবনের নিরাপত্তা।”

তিনি জানান, সুন্দরবন সংরক্ষণের জন্য টাইগার রেসপন্স টিম, ডলফিন টিম এবং বিশেষ পেট্রোল ইউনিট ইতোমধ্যে কাজ করছে। এছাড়া তিনি ইকো-ট্যুরিজম গাইডলাইন এবং সুন্দরবন ভ্রমণ নীতিমালা দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. ইমরান আহমেদসহ অন্যান্যরা।

আরো পড়ুন