Ridge Bangla

রাশিয়ার সাথে নতুন করে আলোচনার চেষ্টা ইউক্রেনের

রাশিয়ার সাথে শান্তি আলোচনায় ফের বসার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ১৯ জুলাই (শনিবার) সন্ধ্যায় দেওয়া এক ভাষণে তিনি বলেন, গত মাসে স্থগিত হওয়া আলোচনা পুনরায় শুরু করা প্রয়োজন।

জেলেনস্কি জানান, যুদ্ধবিরতির সম্ভাব্য পথ খুঁজে বের করতে তার জাতীয় নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভকে আগামী সপ্তাহে রুশ প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “যুদ্ধ থামিয়ে সত্যিকার অর্থে শান্তি নিশ্চিত করতে হলে নেতৃত্ব পর্যায়ে সরাসরি বৈঠক অপরিহার্য। আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে প্রস্তুত।”

এই প্রস্তাব এসেছে এমন এক সময়, যখন রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে তিনজন নিহত হয়েছে। শুক্রবার ও শনিবার রাতে ইউক্রেনের ১০টি অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় ৩৪০টির বেশি বিস্ফোরক ড্রোন ও ৩৫টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, তবে বেশিরভাগই ভূপাতিত করা সম্ভব হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়া যুদ্ধ বন্ধ না করলে ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়া হবে এবং রাশিয়ার ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তবে এই হুঁশিয়ারির পর রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে সংযুক্ত দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপদ্বীপ।

আরো পড়ুন