রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত তেজগাঁও বিভাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ডিএমপি সূত্র জানায়, অভিযানে আটকদের কাছ থেকে ৮টি ককটেল, ২টি পেট্রোল বোমা, ৬টি সামুরাই, ৩টি ছুরি, ৫টি হেলমেট, ১১টি চোরাই মোবাইল এবং প্রায় অর্ধ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। উদ্ধার করা ককটেলগুলো পরে বোম্ব ডিসপোজাল ইউনিটে নিষ্ক্রিয় করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা ও নানা অপরাধের জন্য কুখ্যাত। আটককৃতদের মধ্যে কয়েকজন স্থানীয় চিহ্নিত মাদক কারবারির সহযোগী। তাদের জিজ্ঞাসাবাদে নতুন কিছু নামও উঠে এসেছে।
তিনি আরও জানান, নিয়মিত অভিযান সত্ত্বেও অনেক আসামি জামিনে বের হয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ে। মাদক পুরোপুরি নির্মূল না হলেও পুলিশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কয়েক মাসে এ এলাকায় তিন হাজারেরও বেশি অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।