ভুটানের নারী ফুটবল লিগে খেলতে গিয়ে গোলবন্যা বইয়ে দিচ্ছেন বাংলাদেশের চার নারী ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে জয়যাত্রা অব্যাহত রেখেছে পারো এফসি। বিশেষ করে সাবেক অধিনায়ক সাবিনা খাতুন রয়েছেন ফর্মের তুঙ্গে। সর্বশেষ ম্যাচে এই চারজন মিলে করেছেন ১৯টি গোল।
বুধবার পারো এফসি ২২-০ গোলে হারিয়েছে ফুটসিলিং এফসিকে। সাবিনা একাই করেন ৭ গোল এবং হন ম্যাচসেরা। ঋতুপর্ণা করেছেন ৬টি, সুমাইয়া ৪টি এবং মনিকা করেছেন ২টি গোল। প্রথমার্ধেই পারো এফসি ১১-০ ব্যবধানে এগিয়ে ছিল।
ম্যাচশেষে সাবিনা খাতুন বলেন, “গোল করছি, দল জিতছে—ভালো লাগছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
বাংলাদেশি ফুটবলাদের এই দুর্দান্ত পারফরম্যান্স ভুটানের ফুটবল লিগে বাংলাদেশি প্রতিনিধিত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।