Ridge Bangla

ভিসা নীতিতে বড় পরিবর্তন আনলো চীন

বিদেশি পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করতে ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে চীন। নতুন নিয়ম অনুযায়ী, ৭৪টি দেশের নাগরিকদের ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত চীনে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। আগামী ১৬ জুলাই আজারবাইজান এই তালিকায় যুক্ত হলে মোট দেশের সংখ্যা হবে ৭৫টি।

নতুন এ সিদ্ধান্তের ফলে ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে চীনে পর্যটকদের আনাগোনা বাড়ছে। পর্যটন খাত চাঙা করতে এই পদক্ষেপকে “যুগান্তকারী” হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

যেসব দেশের নাগরিকরা এখনো চীনের ভিসামুক্ত ভ্রমণের আওতায় আসেননি, তাদের জন্য চীন বিকল্প হিসেবে ট্রানজিট ভিসা সুবিধা চালু রেখেছে। এর আওতায় ভ্রমণকারী যদি চীনের পথ ধরে অন্য কোনো দেশে যাচ্ছেন, তবে তারা ৬০টি নির্ধারিত সীমান্ত বা বিমানবন্দর দিয়ে প্রবেশ করে ১০ দিন পর্যন্ত চীনে থাকতে পারবেন।

চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২ কোটির বেশি বিদেশি পর্যটক ভিসা ছাড়াই চীনে প্রবেশ করেছেন, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ এবং মোট বিদেশি পর্যটকের এক-তৃতীয়াংশেরও বেশি।

আরো পড়ুন