কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে এক দুর্বৃত্ত পুলিশের স্ত্রীর ওপর যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ১৪ জুলাই (সোমবার) গভীর রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায়।
জানা গেছে, ট্যুরিস্ট পুলিশে কর্মরত এক কনস্টেবলের স্ত্রী দুই শিশুসন্তানসহ বাসায় ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত যুবক ধারালো অস্ত্র ও টর্চলাইটসহ রান্নাঘরের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে।
ঘরে ঢুকে ওই যুবক প্রথমে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ লুটে নেয়। এরপর অস্ত্রের মুখে তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুরা কান্না শুরু করলে পাশের ভাড়াটিয়ারা এগিয়ে আসেন।
খবর পেয়ে স্বামী দ্রুত বাসায় ফিরে আসেন এবং পরদিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।