হোয়াইট হাউসের ক্ষমতার দৌড়ে রিপাবলিকান প্রার্থীরা যেমন এগিয়ে আছেন, একইভাবে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং প্রতিনিধি পরিষদেও এগিয়ে গেছেন রিপাবলিকানরা। মার্কিন গণমাধ্যম সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, সিনেটে জয়ী হতে ৫০ আসনের প্রয়োজন। ইতোমধ্যে রিপাকলিকানা সেখানে ৫১ আসন পেয়েছে। এ ছাড়া ডেমোক্র্যাটরা পেয়েছে ৪১ আসন। মার্কিন সিনেটে আসন সংখ্যা ১০০। বর্তমান সিনেটে ডেমোক্র্যাটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ।
সিনেটে এই বিজয়ের অর্থ হলো প্রেসিডেন্ট হিসেবে যিনি নির্বাচিত হয়ে আসছেন তিনি তার এজেন্ডা বাস্তবায়নে অভূতপূর্ব সমর্থন পাবেন। পাশাপাশি বিচারক নিয়োগের ক্ষেত্রেও তিনি কোনা বাধার মুখোমুখি হরেন না। পাশাপাশি মন্টানা, উইসকনসিন ও পেনসিলভানিয়ায় যদি আরও আসন পায় তবে রিপাবলিকানদের অবস্থান হবে সুদৃঢ়।
কয়েকটি অঙ্গরাজ্যে জোর প্রতিদ্বন্দ্বিতার পর দেখা যাচ্ছে রিপাবলিকানরা ৫৫টি আসন পেতে যাচ্ছে। এর ফলে সিনেটে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে।