আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দম’। সিনেমাটি পরিচালনা করছেন ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনি। প্রথমবারের মতো বড় পর্দায় নিশো ও রনির এই জুটি দর্শকদের জন্য একটি বড় চমক হয়ে আসছে। প্রযোজনায় রয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।
২০২৩ সালের ডিসেম্বরেই ‘দম’-এর ঘোষণা আসে। তখন প্রকাশিত পোস্টারে চঞ্চল চৌধুরীর নাম থাকলেও এবার নতুন করে জানা গেল, সিনেমাটিতে যুক্ত হয়েছেন আফরান নিশোও। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। তিনি জানান, এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে।
চঞ্চল চৌধুরী বলেন, ‘রেদওয়ান রনির ফিরে আসা আনন্দের। গল্পটি দারুণ চ্যালেঞ্জিং ও ব্যতিক্রমী। দর্শকরাও চমক পাবেন।’ পরিচালক রনি বলেন, ‘দম’ এক সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। এমন গল্পে যে শক্তি আছে, তা শুধু আমাকে নয়, দর্শকদেরও অনুপ্রেরণা দেবে।’
নিশো জানান, ‘এ ধরনের গল্প দেশে হয়েছে বলে আমার জানা নেই। এটা একটি সার্ভাইভাল ও ইনস্পিরেশনাল গল্প। এর উত্তেজনা ও পারফরম্যান্সের চ্যালেঞ্জ আমাকে অনুপ্রাণিত করেছে।’ তিনি আরও বলেন, ‘সুড়ঙ্গ’ আর ‘দাগি’-র মতোই এটি গল্পনির্ভর ও পারফরম্যান্সভিত্তিক কাজ। তবে “দম” তাদের চেয়েও বড় স্কেলের একটি গল্প।’
নারীকেন্দ্রিক চরিত্রে কে থাকছেন, কিংবা শুটিং কবে ও কোথায় শুরু হবে—এই বিষয়ে রেদওয়ান রনি জানিয়েছেন, শিল্পী নির্বাচন ও লোকেশন চূড়ান্ত করার কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই শুটিং শুরু হবে এবং আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।